জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর নারায় গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ৮ জুলাই ২০২২। ছবি: রয়টার্স

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন।

আজ শুক্রবার জাপানি সংবাদমাধ্যম এনএইচকে'র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

হামলাকারীকে আটক করা হয়েছে।

দ্য জাপান টাইমস জানিয়েছে, আজ সকালে নারা শহরের এক রাস্তায় বক্তব্য দেওয়ার সময় আবেকে গুলি করা হয়। তার বুকে গুলি লেগেছে। হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েছিলেন।

Comments