গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

গোপালগঞ্জ শহরে এনসিপির সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হলো পাঁচ

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'গোপালগঞ্জ থেকে আসা গুলিবিদ্ধ রমজান চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'

গত ১৬ জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়।

এ সময় রমজান মুন্সি গুলিবিদ্ধ হন বলে জানান তার ভাই হিরা মুন্সি।

হিরা মুন্সি বলেন, 'আমাদের বাড়ি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকায়। রমজান একজন রিকশাচালক। গত ১৬ জুলাই সকালে রিকশা নিয়ে বের হয়। দুপুরে রিকশা চালিয়ে সদর থানার চৌরঙ্গী লঞ্চঘাট এলাকায় গেলে সেখানে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়।'

'পরে আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১৬ জুলাই রাত সারে ১২টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Gopalganj curfew to remain in effect until 6am tomorrow

The announcement was made today by Gopalganj Deputy Commissioner (DC) Muhammad Kamruzzaman

18m ago