গুলিতে আহত শিনজো আবে মারা গেছেন

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন।
শিনজো আবে। ছবি: রয়টার্স ফাইল ফটো

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাস্তার পাশে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন।

আজ শুক্রবার জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৬৭ বছর বয়সী আবে জাপানে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। সেসময় তিনি জাপানের পশ্চিমাঞ্চলীয় নারা শহরে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিচ্ছিলেন।

এর আগে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল যে, আবের বুকে গুলি লাগায় তার অনেক রক্তক্ষরণ হয়েছে।

আবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে আহত সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদ জানিয়েছে।

এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যমটির এক প্রতিবেদক বন্দুকের গুলির শব্দের মতো ২ বার শব্দ শুনতে পান। এরপর তিনি আবেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন। সেসময় আবের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৩০ এর দশকের পর জাপানে এই প্রথম কোনো বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো।

আবেকে মৃত ঘোষণার আগে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কঠোর ভাষায় এই হামলার নিন্দা করেন। তিনি বলেন, 'নির্বাচনের এই সময় এমন জঘন্য ঘটনা ঘটলো। এটা ক্ষমার অযোগ্য।'

Comments