তেলের মূল্য বৃদ্ধি: সহিংস বিক্ষোভে কাজাখস্তান সরকারের পদত্যাগ

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে পদত্যাগ করেছে মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানের সরকার। রয়টার্স জানায়, আজ বুধবার কাজাখ সরকারের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন দেশটির রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ।

রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেশটিতে সহিংস বিক্ষোভ হয় এবং এতে প্রায় ১০০ পুলিশ সদস্য আহত হন।  

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বৃহত্তম শহর আলমাটির প্রধান চত্বর থেকে শত শত বিক্ষোভকারীকে সরিয়ে দিতে পুলিশ মঙ্গলবার গভীর রাতে কাঁদানে গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করে। এর আশপাশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

ছবি: রয়টার্স

ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট টোকায়েভ তাদের ও প্রাদেশিক গভর্নরদের এলপিজির মূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাসোলিন, ডিজেল ও অন্যান্য 'সামাজিক গুরুত্বপূর্ণ' ভোগ্যপণ্যের সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এ ছাড়াও, তিনি সরকারকে একটি ব্যক্তিগত দেউলিয়াত্ব আইন তৈরি, সব ধরনের পরিষেবার মূল্য স্থিতিশীল রাখতে এবং দরিদ্র পরিবারগুলোর ভাড়া পরিশোধের ওপর ভর্তুকি প্রদানের নির্দেশ দিয়েছেন।

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ বলেছেন, যেসব শহরে বিক্ষোভ হয়েছে, সেসব জায়গায় কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

আগে এলপিজির দাম বেঁধে দিয়েছিল কাজাখ সরকার। তবে গত মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নেওয়া হয়। এতে অনেকটাই বেড়ে যায় এলপিজির দাম।

মঙ্গলবার প্রতিবাদ শুরু হয় দেশটির অয়েল হাব হিসেবে পরিচিত শহর মেঙ্গিস্টাওতে। দ্রুত তা অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সেসময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

7h ago