আফগানিস্তানে ৪ বিস্ফোরণে নিহত ১৯
আফগানিস্তানে আজ বৃহস্পতিবার পৃথক ৪টি বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় কর্মকর্তা ও সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম বিস্ফোরণটি ঘটেছে মাজার-ই-শরীফ শহরের একটি শিয়া মসজিদে। এক স্বাস্থ্য কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
তবে অন্য ৩টি বিস্ফোরণের বিষয়ে আইএস মুখ খোলেনি। এসব ঘটনায়ও তারা জড়িত কি না তা স্পষ্ট নয়।
দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে কুন্দুজের পুলিশ স্টেশনের কাছে। বিস্ফোরণে একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে পুলিশ বিবিসিকে জানিয়েছে।
বিবিসি পূর্ব নাঙ্গারহার প্রদেশে তালেবানের একটি গাড়িতেও বিস্ফোরণের খবর পেয়েছে। এ ঘটনায় ৪ তালেবান সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন।
চতুর্থ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়াজ বেইক এলাকায়। এ ঘটনায় ২ শিশু আহত হয়েছে।
Comments