আফগান যুদ্ধ শেষ: তালেবান

আফগানিস্তানে গত প্রায় ২০ বছর ধরে চলমান যুদ্ধ শেষ হয়েছে বলে দাবি করেছে দেশটির সদ্য ক্ষমতাগ্রহণকারী সশস্ত্র সংগঠন তালেবান।
একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেছে।
সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নাঈম সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ কথা বলেছেন।
আজ সোমবার সংবাদমাধ্যমটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তালেবান মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, 'আজ আফগান জনগণ ও মুজাহিদদের জন্যে আনন্দময় একটি দিন। গত ২০ বছর ধরে তাদের প্রচেষ্টা ও আত্মত্যাগের সুফল তারা দেখেছেন।'
'সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, দেশে যুদ্ধ শেষ হয়েছে,' যোগ করেন তিনি।
তালেবানরা বিচ্ছিন্ন হয়ে থাকতে চায় না উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোহাম্মদ নাঈম আরও বলেন, 'আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। আমাদের লক্ষ্য হলো দেশ ও জনগণের স্বাধীনতা। কাউকে আঘাত করার জন্যে আমাদের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা কারো ক্ষতি চাই না।'
Comments