কে এই তালেবান নেতা হাসান আখুন্দ

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। ছবি: বিবিসি থেকে নেওয়া

আফগানিস্তানে তালেবানের দ্বিতীয় দফায় সরকার গঠনের পর নতুন পদে বসেছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

কাবুল দখলের ২৩ দিন পর গতকাল মঙ্গলবার হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান।

এর আগে, ১৯৯৬ থেকে ২০০১ সালে পর্যন্ত হাসান আখুন্দ তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হাসান আখুন্দের নতুন দায়িত্ব পাওয়ার পর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই তালেবান নেতার জন্ম আফগানিস্তানের কান্দাহার প্রদেশে। সেখান থেকেই তালেবানের যাত্রা শুরু হয়েছিল। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্য।

হাসান আখন্দ'র নাম জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় আছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২০ বছর ধরে তিনি তালেবানের সিদ্ধান্ত গ্রহণকারী সবচেয়ে শক্তিশালী শাখা রাহবার-ই-শুরার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago