ভুলে বলেছি প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন: শ্রীলঙ্কার স্পিকার

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন, আমি (বিবিসি) সাক্ষাৎকারে ভুল করে বলে ফেলেছি তিনি দেশ ছেড়েছেন।
গোতাবায়া রাজাপাকসে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বলেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো দেশে আছেন, আমি (বিবিসি) সাক্ষাৎকারে ভুল করে বলে ফেলেছি তিনি দেশ ছেড়েছেন।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে টেলিফোন কলে সংস্থা এএনআইকে এ কথা বলেছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়ার।

এর আগে, স্পিকার বিবিসিকে বলেছিলেন- প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেছেন। তিনি কাছের একটি দেশে আছেন এবং বুধবারের মধ্যে দেশে ফিরবেন।

শ্রীলঙ্কার আরেক সংবাদমাধ্যমও তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ৯ জুলাইয়ের বিক্ষোভের পর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি জাহাজে থাকা রাজাপাকসে আজ দেশ ত্যাগ করেন।
 

Comments