আদালতের অনুমতি ছাড়া শ্রীলঙ্কা ছাড়তে পারবেন না মাহিন্দা-বাসিল

মাহিন্দা রাজাপাকসে ও বাসিল রাজাপাকসে। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে- দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসেকে ২৮ জুলাই পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

আজ শুক্রবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট এ আদেশ দিয়েছেন বলে ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চের বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক অর্থমন্ত্রীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মৌলিক অধিকারের আবেদনে আবেদনকারীদের দাবি করা অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর করার সিদ্ধান্ত নেন।

ডেইলি মিরর বলছে, একই আবেদনে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডব্লিউ ডি লক্ষ্মণ এবং অর্থমন্ত্রণালয়ের সাবেক সচিব এস আর আতিগালেসহ অন্যান্যরা তাদের আইনজীবীদের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ২৭ জুলাই পর্যন্ত দেশ ছাড়বেন না। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিত নিভার্ড ক্যাবরালও আদালতকে জানিয়েছেন, তিনিও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া দেশ ছাড়বেন না।

আবেদনকারীরা সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, সাবেক মন্ত্রী বাসিল রাজাপাকসে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর অজিত নিভার্ড ক্যাবরাল, ডব্লিউ ডি লক্ষ্মণ এবং অর্থমন্ত্রণালয়ের সাবেক সচিব এস আর আতিগালেকে সুপ্রিম কোর্টের পূর্বানুমোদন ছাড়া দেশ ছাড়তে নিষেধাজ্ঞা আরোপের অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছিলেন।

শ্রীলঙ্কাকার সাঁতারু ও কোচ জুলিয়ান বোলিং, সিলন চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান চন্দ্র জয়রত্নে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং জেহান কানাগা রেতনার দায়ের করা একটি মৌলিক অধিকারের আবেদনের প্রেক্ষিতে এই প্রস্তাব দায়ের করা হয়। এই পিটিশনে আবেদনকারীরা শ্রীলঙ্কার অর্থনীতির আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ চান।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago