শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা

ছবি: রয়টার্স ফাইল ফটো

চলমান সরকারবিরোধী গণআন্দোলন ঠেকাতে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

" layout="left"]

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন। গতকাল মধ্যরাতে সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, 'জননিরাপত্তা, সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার স্বার্থে যা উচিত তাই করা হচ্ছে।'

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, এই জরুরি অবস্থা আজ থেকে বলবৎ হচ্ছে।

গত ১৩ জুলাই গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে কলম্বো ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সেসময় প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বাগে বলেছিলেন, 'যেহেতু প্রেসিডেন্ট দেশের বাইরে তাই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা ঘোষণা দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Remittance surges 37% in April

Migrants sent home $2.6 billion in the first 29 days of April

1h ago