ভূমিকম্প: নিরাপদে আছেন মিয়ানমারে অবস্থানরত বাংলাদেশিরা, একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী নাইপিদোর একটি হাসপাতালের অংশবিশেষ ধসে পড়েছে। ছবি: এএফপি

মিয়ানমারের মান্দালয়ে শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার।

তবে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদে আছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিক নিরাপদে আছেন।' 

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে সড়ক ধসে গেছে। ছবি: এএফপি

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের পর মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

জান্তা সরকারের একটি টেলিগ্রাম চ্যানেলে বলা হয়, 'মানবিক সহায়তার পাশাপাশি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।'

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭ এবং এর একটি শক্তিশালী আফটারশকও ছিল।

মিয়ানমার কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, বেশ কিছু ভবন, সেতু, সড়ক, মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। 

প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে নির্মাণাধীণ একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তুপে ৪৩ শ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে।

ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। রেল চলাচল স্থগিত করা হয়েছে।

দুই প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, মিয়ানমারে অন্তত তিনজন নিহত হয়েছেন।

অপরদিকে ব্যাংককের গভর্নরের বরাতে রয়টার্স জানিয়েছে, সেখানেও অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।

 

Comments

The Daily Star  | English

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

37m ago