শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পুলে নেমে বিক্ষোভকারীদের উল্লাস

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে হাজার হাজার বিক্ষোভকারী কম্পাউন্ডে প্রবেশ করে। এসময় কিছু বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
কিছু বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা যায়। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সরকারি বাসভবন থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে হাজার হাজার বিক্ষোভকারী কম্পাউন্ডে প্রবেশ করে। এসময় কিছু বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা গেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডে বলছে, সারা দেশ থেকে বিক্ষোভকারীরা বাস, ট্রেন এবং ট্রাকে করে আসার আগে প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিক্ষোভকারীরা 'গোটা গো হোম' বলে শ্লোগান দিচ্ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভে ২ পুলিশ সদস্যসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।

Comments