দেশত্যাগ করবেন না মাহিন্দা-বাসিল, আদালতে মুচলেকা

দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেচা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে।
ডেইলি মিরর শ্রীলঙ্কার এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার আইনজীবীদের মাধ্যমে দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দুই ভাই।
মুচলেকায় আগামীকাল তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তারা দেশ ছাড়বেন না বলে জানিয়েছেন।
আগামীকাল দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, বিচারপতি বুওয়ানেকা আলুভিহারে, বিচারপতি প্রিয়ন্ত জয়বর্ধন, বিচারপতি বিজিথ মালালগোদা ও বিচারপতি এলটিবি দেহিদেনিয়ার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ ওই আবেদনের শুনানি করবেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
Comments