সৌদি এয়ারলাইনসে সিঙ্গাপুর হয়ে জেদ্দার পথে গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেছেন।
গোতাবায়া রাজাপাকসে। ছবি: টাইমস অব ইন্ডিয়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার এপি'র এক প্রতিবেদনে বলা হয়, সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন তিনি। সিঙ্গাপুর থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন।

নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য নিশ্চিত করেছেন মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা।

গত মঙ্গলবার রাতে একটি সামরিক উড়োজাহাজে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। তার উপস্থিতির খবরে মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ করেন। এ ছাড়াও, মালদ্বীপের সাধারণ মানুষও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল বুধবার প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগ করার কথা থাকলেও তিনি পদত্যাগ না করে দেশ ছেড়ে পালান।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। নিরাপত্তার কারণে যাওয়া হয়নি।

শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোতাবায়া সিঙ্গাপুরে পৌঁছানোর পর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র দাখিল করতে পারেন।

তবে গোতাবায়ার বিষয়ে সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

Comments