গম রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশগুলোকে প্রভাবিত করবে না: ভারত

ভারত আজ ইঙ্গিত দিয়েছে যে, গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না। এই নিষেধাজ্ঞা সাময়িক বলেও জানানো হয়েছে। 
গম। প্রতিকী ছবি: স্টার
গম। প্রতিকী ছবি: স্টার

ভারত আজ ইঙ্গিত দিয়েছে যে, গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের ফলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে না। এই নিষেধাজ্ঞা সাময়িক বলেও জানানো হয়েছে। 

আজ শনিবার ভারতীয় বাণিজ্য সচিব বি ভি আর সুব্রামানিয়াম রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যমকে এসব কথা বলেছেন।

সুব্রামানিয়াম বলেছেন, তাদের দেশে গম সরবরাহে কোনো সংকট নেই এবং গম ও গমের আটার অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'ভারত তার প্রতিবেশী ও দুর্বল দেশগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।'

'আমরা (আমাদের) প্রতিবেশীদের জন্য দরজা খোলা রেখেছি। এ ছাড়া আমরা একটি বৃহৎ সংখ্যক দুর্বল রাষ্ট্রের জন্যেও আমাদের দরজা খোলা রেখেছি, যদি তাদের সরকার এই ধরনের অনুরোধ করে... । অভাবী, দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে বাণিজ্য ফিরিয়ে আনার জন্য এই আদেশ।' তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।

চলতি ২০২২-২৩ অর্থবছর সম্পর্কে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব বলেন, ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত ৪ দশমিক ৩ মিলিয়ন টন গম রপ্তানির জন্য চুক্তি করা হয়েছে।

এর মধ্যে এপ্রিল ও মে মাসে ১ দশমিক ২ মিলিয়ন টন রপ্তানি করা হয়েছে এবং আরও ১ দশমিক ১ মিলিয়ন টন পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য সচিব বলেন, দাম বৃদ্ধি পেলে সরকার গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।

তিনি উল্লেখ করেন, দেশের কিছু অংশে গমের আটার দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

 

Comments