জামিন পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষ

অভিনেত্রী-তৃণমূল কংগ্রেস নেত্রী সায়নী ঘোষকে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত জামিন দিয়েছেন।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ভীতি প্রদর্শন এবং হত্যাচেষ্টার অভিযোগে গতকাল সায়নী ঘোষকে গ্রেপ্তার করেছিল ত্রিপুরা পুলিশ।
আজ তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে, আদালত তাকে ২০ হাজার রুপির জামিন বন্ড দিতে বলেছেন।
Comments