দিল্লিতে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
ভারতের রাজধানী দিল্লির পূর্বাঞ্চলে ময়ূর বিহার এলাকায় নিজ বাড়ির সামনে এক স্থানীয় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ নিহত বিজেপি নেতা জিতু চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশের বার্তায় বলা হয়, 'গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়, দুর্বৃত্তরা পালিয়ে গেছে এবং পুলিশ সিসিটিভির ফুটেজ যাচাই করে দেখছে।
Comments