পাহাড়ে আটকে পড়া সেই যুবক ২ দিন পর উদ্ধার

ছবি: সংগৃহীত

ভারতের কেরালার পালাক্কাড় জেলার একটি পাহাড়ি ফাটলে আটকে পড়া ২৩ বছর বয়সী সেই যুবককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। উদ্ধারের পর তাকে খাবার ও পানীয় দেওয়া হয়।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার থেকে পাহাড়ের ফাটলে আটকে পড়েন ওই যুবক। ফাটলে আটকে পড়ায় উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে বা তাকে খাবার ও পানীয় সরবরাহ করতে পারছিলেন না।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আজ সকালে টুইট করেন, উদ্ধারকারী সেনা দল ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে পেরেছে। চেরাদ পাহাড়ে আটকে পড়া ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারীদের দুটি ইউনিট আছে। সেনাবাহিনীর সদস্যরা তার সঙ্গে কথা বলতে পেরেছে। আজ উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, ওই যুবকের নাম আর বাবু। তিনি সোমবার আরও দু'জনের সঙ্গে চেরাদ পাহাড়ের ওপর ওঠার সিদ্ধান্ত নেন। কিন্তু, অন্য দু'জন চেষ্টা করেও মাঝপথে ফিরে আসেন। কিন্তু, বাবু চেষ্টা করতে থাকেন। একসময় পিছলে যান এবং পড়ে যান। পরে পাহাড়ের পাথরে ফাটলে আটকা পড়েন।

Comments