ভারতে দৈনিক সংক্রমণ ১ লাখের নিচে নামল

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ হাজার ৮৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৮৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের হার ৭.২৫ শতাংশ।
দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ২ হাজার ৮৭৪ জন।
আজ সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৫৪ জন এবং সুস্থতার ৯৫.১৯ শতাংশ।
ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১৬৯ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ৫৩ ডোজ টিকা।
Comments