ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমল

ছবি: নিউজডেএক্সপ্রেস

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে পেট্রল ও ডিজেলের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারত। এ ছাড়া রান্নার গ্যাস ও সারে ভর্তুকির পাশাপাশি আমদানি নির্ভরশীলতা সত্ত্বেও প্লাস্টিক পণ্যের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

আজ শনিবার এক টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইস্পাতের কয়েকটি কাঁচামালের ওপর থেকে আমদানি শুল্ক কমানো হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, 'আমরা পেট্রলের প্রতি লিটারে কেন্দ্রীয় আবগারি শুল্ক ৪ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে দিচ্ছি। এতে পেট্রলের দাম প্রতি লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে ৭ টাকা করে কমবে।'

৬ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আবগারি শুল্ক কমাল ভারত। গত বছরের নভেম্বরে, প্রতি লিটারে ৫ টাকা করে কমানো হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'পেট্রল ও ডিজেলের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস করার ফলে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমাদের নাগরিকদের স্বস্তি দেবে।'

সীতারামন কয়েক বছর আগে মোদি সরকার প্রবর্তিত একটি বিশেষ প্রকল্পের অধিনে ৯ কোটিরও বেশি সুবিধাভোগীদের জন্য প্রতিটি গ্যাস সিলিন্ডারে (১২টি সিলিন্ডার পর্যন্ত) ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। নারীদের জন্য নেওয়া এই প্রকল্পটিকে সাম্প্রতিক বছরগুলোতে বিজেপির নির্বাচনী সাফল্যের অন্যতম প্রধান কারণ হিসাবে মনে করা হয়। 

বাজেট অনুযায়ী, ইতোমধ্যে সারে ১ দশমিক ০৫ লাখ কোটি টাকার ভর্তুকি ছাড়াও, কৃষকদের জন্য আরও ১ দশমিক ১০ লাখ কোটি টাকা দেওয়া হবে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি বিশেষ করে জ্বালানি মূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে মোদি সরকার। 

 

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

7m ago