ভারতে ২১ জনের ওমিক্রন শনাক্ত

ভারতের রাজস্থানের জয়পুরে ৯ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, মহারাষ্ট্রের পুনে জেলায় নাইজেরিয়াফেরত ৩ জনসহ ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট ২১ জনের ওমিক্রন শনাক্ত হলো।

ভারতের রাজস্থানের জয়পুরে ৯ জনের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, মহারাষ্ট্রের পুনে জেলায় নাইজেরিয়াফেরত ৩ জনসহ ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট ২১ জনের ওমিক্রন শনাক্ত হলো।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী নারী এবং তার ১৮ ও ১২ বছর বয়সী দুই মেয়ে আছেন। তারা গত ২৪ নভেম্বর নাইজেরিয়ার লাগোস থেকে পিম্পরি-চিঞ্চওয়াডে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়া, ওই নারীর ৪৫ বছর বয়সী ভাই ও  তার আড়াই বছর এবং ৭ বছর বয়সী মেয়েরাও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এদিকে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি ফিনল্যান্ড ভ্রমণ করেছিলেন। তিনিও পুনেতে ওমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন।

এর সঙ্গে মহারাষ্ট্রের ৮ জনের ওমিক্রন শনাক্ত হওয়ায় ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২১-এ পৌঁছেছে। মহারাষ্ট্র এবং রাজস্থান ছাড়াও আজ দিল্লিতে প্রথম ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। এর আগে, মহারাষ্ট্রের ডোম্বিভলি, গুজরাটের জামনগর এবং কর্ণাটকে ২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

7h ago