মুম্বাইয়ে নির্মাণাধীন লিফট ছিঁড়ে নিহত ৪

মুম্বাইয়ের ওয়ারলি এলাকায় একটি নির্মাণাধীন লিফট ছিঁড়ে চার জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী- বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ারলির হনুমান গলির অম্বিকা ভবনের লিফটটি ছিঁড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত কেইএম হাসপাতাল এবং নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে, কেইএম হাসপাতালে ভর্তি দুই ব্যক্তির মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. ইউসুফ।

অন্যদিকে, নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া তিন জনও মারা যান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

14m ago