২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত: জাতিসংঘ

ভারতের মুম্বাইয়ের একটি জনবহুল বাজার। ফাইল ছবি: রয়টার্স
ভারতের মুম্বাইয়ের একটি জনবহুল বাজার। ফাইল ছবি: রয়টার্স

২০২৩ সাল নাগাদ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হিসেবে চীনকে পেছনে ফেলবে। আজ সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপি জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে আরও জানায়, বৈশ্বিক জনসংখ্যা আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মাইলফলক প্রসঙ্গে বলেন, আমরা যে গ্রহে বাস করি, সেই পৃথিবীর প্রতি আমাদের সবার একটি সমন্বিত দায়িত্ব আছে। এছাড়া, আমরা একে অপরের প্রতি অনেক অঙ্গীকার রেখেছি কিন্তু সেগুলোতে প্রচুর ঘাটতি রয়েছে।

এই মাইলফলক অর্জনের মুহূর্তে বিশ্ববাসীকে এ বিষয়গুলো নিয়ে ভাবার আহ্বান জানান গুতেরেস।

তিনি বিভিন্ন দেশের মানুষের মধ্যে বৈচিত্র্য, সার্বজনীন মানবতাবোধের স্বীকৃতি ও স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়গুলোকে উদযাপন করার কথাও জানান।

গুতেরেস বলেন, 'স্বাস্থ্য খাতের এই অভাবনীয় উন্নয়নে মানুষের আয়ু বেড়েছে এবং মাতৃত্বকালীন মৃত্যু ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।'

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দেওয়া প্রাক্কলিত তথ্যে আরও জানানো হয়, ১৯৫০ সালের পর এ মুহূর্তে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বর্তমানে হারে পৃথিবীর জনসংখ্যা ২০৩০ সালে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে ৯৭০ কোটি হবে। ২০৮০ সাল নাগাদ পৃথিবীতে ১ হাজার ৪০ কোটি মানুষ থাকবে এবং ২১০০ সালে যেয়ে এটি স্থিতিশীল হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে উন্নয়নশীল দেশগুলোতে জন্মহার কমেছে। তবে আগামী কয়েক দশকে প্রাক্কলিত বৃদ্ধির একটি বড় অংশ আসবে ৮টি দেশ থেকে। এই দেশগুলো হলো—কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।

 

Comments

The Daily Star  | English

Exports stuck in EU, US orbit

For years, policymakers and businesses have talked about diversifying the country’s export basket and destinations. Yet little has changed. Despite generous government incentives, shipments rely heavily on a few products and markets.

1h ago