ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, নয়াদিল্লির প্রতিবাদ

ভারতীয় পণ্য আমদানিতে 'উল্লেখযোগ্য' পরিমাণে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার বিষয়টিকে ঘিরেই নাখোশ ট্রাম্প।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।
ইতোমধ্যে ট্রাম্পের এই হুমকির প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
পশ্চিমা দেশগুলোর বড় আকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার জন্য রাজস্ব আয়ের বড় উৎস তেল বিক্রি।
আজ সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প বলেন, ভারত 'বড় আকারে রুশ তেল কিনছে' আর তা বিক্রি করে 'অনেক মুনাফা' অর্জন করছে।
'ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে কতজন নিহত হচ্ছে, তা নিয়ে তাদের (ভারতের) কোনো মাথা ব্যথা নেই', যোগ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, 'এ কারণে, আমি যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানির ওপর উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক বাড়াব'।
তবে ঠিক কত হারে শুল্ক বাড়াবেন, সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে ২৫ শতাংশ পাল্টা শুল্ক চালু হতে যাচ্ছে।
ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ভারত।
আজ সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে 'লক্ষ্যবস্তু' বানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের নেওয়া (শাস্তিমূলক) পদক্ষেপগুলো 'অন্যায্য' এবং ভারত তাদের স্বার্থ রক্ষার উদ্যোগ নেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, 'ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অন্যায্য ও অযৌক্তিক।'

'যেকোনো বড় অর্থনীতির মতো ভারতও তাদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে যাবতীয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে', যোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে মস্কো-কিয়েভের শান্তি আলোচনায় কোনো অগ্রগতি দেখা না দেওয়ায় অধৈর্য হয়ে পড়েছেন ট্রাম্প। ক্ষমতায় আসার আগে '২৪ ঘণ্টার মধ্যে' ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন রিপাবলিকান পার্টির এই নেতা।
চলমান পরিস্থিতিতে 'বন্ধু' ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে নতুন করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইংগিত দিয়েছেন ট্রাম্প। আগামী শুক্রবারের মধ্যে শান্তি প্রক্রিয়ায় কোনো অগ্রগতি দেখা না দিলে তিনি তা বাস্তবায়ন করবেন অলে জানিয়েছেন।
রুশ নেতা পুতিনের সঙ্গে এ সপ্তাহেই বৈঠক করবেন মার্কিন নেতার বিশেষ দূত স্টিভ উইটকফ।
মস্কোর পাশাপাশি ভারতের ওপর বাড়তি চাপ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
Comments