৪ দিনে রাহুল গান্ধীকে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

রাহুল গান্ধী। রয়টার্স ফাইল ফটো

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গতকালও জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়ে তাকে ৪ দিন জিজ্ঞাসাবাদ করা হলো। তাকে আজ মঙ্গলবারও তলব করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভি বলছে, অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৪ দিনে ৪০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাহুল গান্ধীকে।

গত সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত রাহুল গান্ধীকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে তাকে হাসপাতালে ভর্তি মা, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধীকে করোনা পরবর্তী জটিলতার চিকিৎসার পর গতকাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইডি তাকেও তলব করেছে কিন্তু, অসুস্থতার কারণে তাকে ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ইডি ন্যাশনাল হেরাল্ড মামলা হিসেবে পরিচিত মামলায় গান্ধীদের ভূমিকা নিয়ে তদন্ত করছে। এটি এজেএলের (অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড) ইয়ং ইন্ডিয়ানের অধিগ্রহণের সঙ্গে জড়িত। এই সংস্থাটি ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র পরিচালনা করত।

এনডিটিভি বলছে, ইয়ং ইন্ডিয়ান এজেএল'র ৮০০ কোটি টাকারও বেশি সম্পদ অধিগ্রহণ করে এবং আয়কর বিভাগের মতে- এই সম্পদ ইয়ং ইন্ডিয়ানের শেয়ারহোল্ডার সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। এজন্য তাদের কর প্রদান করা উচিত। তবে, কংগ্রেস দাবি করেছে, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক সংস্থা, তাই শেয়ারহোল্ডাররা সংস্থার সম্পদ থেকে কোনও অর্থ উপার্জন করতে পারে না।

গত সপ্তাহে রাহুল গান্ধীকে মধ্য দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদ করার সময় কংগ্রেস নেতা-কর্মীরা দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কংগ্রেস নেতাদের দাবি, গান্ধী পরিবার ক্ষমতাসীন বিজেপি 'প্রতিহিংসার রাজনীতির' শিকার।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

2h ago