মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন গোতাবায়া

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছেছেন দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
এএফপি জানায়, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে সিঙ্গাপুর পৌঁছান তিনি, সঙ্গে ছিলেন তার স্ত্রী ইওমা রাজাপাকসে ও তাদের ২ দেহরক্ষী।
বিমানবন্দরের এক কর্মকর্তা এএফপিকে জানান, গোতাবায়াকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুর পৌঁছায়।
প্রেসিডেন্ট সিঙ্গাপুর যাচ্ছেন এমন খবর প্রকাশের পর সাংবাদিকরা চাঙ্গি বিমানবন্দরে ভিড় করেন।
ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক উড়োজাহাজে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান গোতাবায়া। তার উপস্থিতির খবরে মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ করেন।
জানা গেছে, গোতাবায়া রাজাপাকসে অল্প সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।
Comments