সিঙ্গাপুরে ১ দিনে সর্বোচ্চ শনাক্ত ২৪৭৮ জন

সিঙ্গাপুরে গতকাল বৃহস্পতিবার ২ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। একই সময় দেশটিতে করোনায় আরও ২ জন মারা গেছেন।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্ট আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
চ্যানেল নিউজ এশিয়ার বরাত দিয়ে জাকার্তা পোস্ট জানিয়েছে, করোনায় মারা যাওয়া ২ নারীর মধ্যে একজনের বয়স ৭৯ বছর ও অন্যজনের বয়স ৮৭ বছর।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মারা যাওয়া ২ জনের কেউই টিকা নেননি এবং তারা নানা রোগে ভুগছিলেন।
গত সেপ্টেম্বরে দেশটিতে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ৯৫ জন।
প্রতিবেদন মতে, কিছু বিধিনিষেধ শিথিল করায় সিঙ্গাপুরে করোনা সংক্রমণ বেড়ে গেছে। দেশটিতে ৮০ শতাংশের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। এ সপ্তাহ থেকে সেখানে জমায়েতসহ কিছু বিষয়ে বিধিনিষেধ কঠোর করা হয়েছে।
Comments