বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২তম

প্রতীকী ছবি

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) এ বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

এএফপি জানায়, গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।

এদিকে, ভারত ১৪২তম থেকে ৮ ধাপ নেমে ১৫০তম অবস্থানে রয়েছে। নরওয়ে টানা ৬ বছর ধরে সূচকের শীর্ষস্থান ধরে রেখেছে এবং তালিকার তলানিতে ১৮০ নম্বরে আছে উত্তর কোরিয়া।

আমাদের নয়াদিল্লি সংবাদদাতা জানান, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১৫৭তম এবং শ্রীলঙ্কার অবস্থান ১৪৬তম।

আরএসএফ'র ২০২২ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৩০ ধাপ এগিয়ে ৭৬তম স্থানে অবস্থান করছে নেপাল। গত বছর দেশটির অবস্থান ছিল ১০৬তম। যেখানে পাকিস্তান ১৪৫তম, শ্রীলঙ্কা ১২৭তম এবং মিয়ানমার ১৪০তম অবস্থানে ছিল।

সূচকে শীর্ষ ১০টি দেশের ৯টিই ইউরোপের। গণমাধ্যমের স্বাধীনতায় নরওয়ের পর এগিয়ে আছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশটেনস্টাইন।

তালিকার শেষ দশে উত্তর কোরিয়ার পর আছে ইরিত্রিয়া, ইরান, তুর্কমেনিস্তান, মিয়ানমার, চীন, ভিয়েতনাম, কিউবা, ইরাক ও সিরিয়া।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago