অধ্যক্ষকে লাঞ্ছিত: তদন্ত প্রতিবেদন জমা, গ্রেপ্তারকৃতদের রিমান্ড শুনানি আজ

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের গঠিত পৃথক ২ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
জুতার মালা পরানো অবস্থায় অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে যখন তার রুম থেকে বের করে আনা হয় তখন তার পাশে পুলিশ ছিল। ছবি: সংগৃহীত

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের গঠিত পৃথক ২ তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

তবে, গতকাল শনিবার দাখিল করা প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, 'তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।'

এই ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল জানতে চাইলে তিনি বলেন, 'মামলার তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না।'

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের তদন্ত কমিটিও গতকাল তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। আজ এই রিমান্ড আবেদনের শুনানি হবে।

Comments