আড়াই বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় দিলদার মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় দিলদার মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এবং শিশুর বাবা জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় দিলদার মিয়া মেয়েটিকে চকলেট খাওয়ানোর কথা বলে বাসার পাশের আরেকটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে শিশুর মা সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। দিলদার মিয়া এ সময় পালিয়ে যান।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গ্রাম পুলিশের মাধ্যমে অভিযান চালিয়ে দিলদারকে আটক করা হয় এবং উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।'

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, 'দিলদারের বিরুদ্ধে শিশুর বাবা মামলা দায়ের করার পর তাকে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত আজ তাকে কারাগারে পাঠিয়েছেন।'

 

Comments