গাজীপুর

কবর থেকে কঙ্কাল চুরির সময় আটক ১

গাজীপুরের শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার আব্দুল গণির পারিবারিক কবরস্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাকির হোসেন (২২) স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক এবং তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লৌহাছড়া গ্রামে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় কয়েকজন মসজিদে ফজরের নামাজ শেষে হাঁটছিলেন। এ সময় আব্দুল গণির পারিবারিক কবরস্থানের পাশে তিন জনকে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে, তারা এগিয়ে গেলে দুজন দৌঁড়ে পালিয়ে যায়।

এ সময় অপরজনের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে মরদেহের মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। পরে, পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের হাড়সহ জাকিরকে আটক করে বলে জানান উপপরিদর্শক রিপন আলী।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

50m ago