চট্টগ্রাম ওয়াসার পানির মান পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর সরবরাহ করা পানির মান পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হাইকোর্ট।
হাইকোর্ট
ফাইল ছবি

চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর সরবরাহ করা পানির মান পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হাইকোর্ট।

আদালত চার সদস্যের এই কমিটিকে চট্টগ্রামের ২৪টি জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষার প্রতিবেদন জমা দিতে হবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, চট্টগ্রামের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণাগারের একজন এবং চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরের একজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদের একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিব আজ এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

Comments

The Daily Star  | English
As dengue cases continue to rise, hospitals in the capital are struggling with the mounting pressure of patients.

Dengue: 8 die, 2,889 hospitalised in a day

At least eight more people died from dengue in 24 hours preceding 8:00am today as the country grapples with a record outbreak of the mosquito-borne disease

15m ago