চলন্ত বাসে যৌন নিপীড়ন, চালক গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুরে চলন্ত বাসে নারীকে যৌন নিপীড়নের ঘটনায় বাসের চালককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার আশুলিয়ায় অভিযান চালিয়ে বাসচালক মাহবুবুর রহমানকে (৪০) গ্ৰেপ্তার করা হয়। 

লালবাগ থানার ওসি এমএম মোরশেদ দ্য ডেইলি স্টারকে জানান, বিকাশ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। যৌন নিপীড়নে অভিযুক্ত বাসের হেলপার এখনো পলাতক।

ভুক্তভোগী নারী জানান, গত রোববার রাত ৮টার দিকে আজিমপুরে যাওয়ার জন্য ধানমন্ডি থেকে বাসে ওঠেন তিনি। নীলক্ষেত মোড়ে সব যাত্রী নেমে গেলে বাসে একা হয়ে পড়লে তিনিও নেমে যেতে চান। কিন্তু বাস থেকে তাকে নামতে বাধা দেয় হেলপার। এসময় যৌন হয়রানি করে হেলপার। তিনি চিৎকার করে বাস থামাতে বললেও চালক গাড়ি না থামিয়ে বাস চালাতে থাকেন।  

বাসটি আজিমপুর পৌঁছালে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই তরুণী।  

বাসের হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago