ছুরিকাঘাতে চিকিৎসক নিহত: টাকা নেয়নি ছিনতাইকারী

রাজধানীর শ্যাওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসক আহমেদ বুলবুল নিহত হলেও তার সঙ্গে থাকা টাকা ছিনতাইকারী নেয়নি বলে জানিয়েছে পুলিশ ও স্বজনেরা।
মিরপুর থানা পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে রোববার সকালে জানান, ছিনতাইকারীর কাজ বলে সন্দেহ করছেন তারা। তবে হত্যাকারী তার কাছ থেকে টাকা নিতে পারেনি বলে জানতে পেরেছি।
হত্যার পেছনে পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বেলা সাড়ে ১২টা দিকে নিহতের ভাগ্নে রবিউলের সঙ্গে কথা হয় দ্য ডেইলি স্টারের।
তিনি জানান, মামার কাছে ১২-১৩ হাজার টাকা ছিল। এটা নেয়নি ছিনতাইকারীরা। তবে তার মোবাইল ফোন নিয়ে গেছে।
রবিউল বলেন, 'আমি ফোনে খবর পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি মামা মারা গেছেন। ছুরির আঘাত দেখেছি শরীরে।'
মরদেহের ময়নাতদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, থানার সব প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
ডা. বুলবুলের গ্রামের বাড়ি রংপুরে। ঢাকার সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে মরদেহ সেখানে নেওয়া হবে বলে জানান তিনি।
স্ত্রী ও ২ ছেলে মেয়ে রেখে মারা গেছেন বুলবুল।
তিনি বলেন, চিকিৎসক বুলবুল 'ভূমি' নামে একটি সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিতেন।
এর বাইরে তিনি কিছু ঠিকাদারি কাজ করতেন বলেও জানান রবিউল।
Comments