টিপু-প্রীতি হত্যা: ‘অস্ত্র সরবরাহকারী’ জিতু গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৫) ও সামিয়া আফরান জামাল প্রীতি (২২) হত্যা মামলায় রাজধানীর মগবাজার থেকে ইশতিয়াক আহমেদ জিতুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বলেন, 'মূল সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন জিতু।'
গোয়েন্দাদের মতে, হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস আগে মুসা আন্ডারওয়ার্ল্ড শীর্ষ সন্ত্রাসী জিশানের কাছে আগ্নেয়াস্ত্র চেয়েছিল। পরে মুসাকে আগ্নেয়াস্ত্র দেন জিতু।
টিপু-প্রীতি হত্যা মামলায় অন্তত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
গোয়েন্দাদের মতে, মগবাজারের একটি হোটেলে ডিবি ইন্সপেক্টর খুনের ঘটনায় জিতু এর আগে ২ বছর জেলে ছিলেন। ২০০৩ সালে অভিযানের সময় ডিবির একটি দলকে লক্ষ্য করে গুলি ছোড়েন জিশান ও তার সহযোগীরা।
১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আজ বৃহস্পতিবার জিতুকে ঢাকার একটি আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত ২৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন টিপু। গাড়িটি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী প্রীতিও নিহত হন।
Comments