টিপু-প্রীতি হত্যা: গ্রেপ্তার আরও ২

নিহত টিপু ও প্রীতি। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৫) ও সামিয়া আফরান জামাল প্রীতি (২২) হত্যা মামলায় আরও ২ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে মতিঝিল এলাকা থেকে রাকিব ও জিতুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দাদের একটি দল।

জিতু একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে অপরাধীরা অস্ত্র ও গুলি সংগ্রহ করত।

জিতুর কাছ থেকে রাকিবসহ ৩ জনের হাত বদলের পর মূল সন্দেহভাজন সুমন শিকদার মুসার কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলি পৌঁছেছে বলেও জানান ওই ডিবি কর্মকর্তা।

এই ২ জনসহ টিপু-প্রীতি হত্যা মামলায় অন্তত ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ মার্চ মতিঝিল এজিবি কলোনি এলাকার রেস্তোরাঁ থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন টিপু। গাড়িটি শাহজাহানপুরে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে কলেজছাত্রী প্রীতিও নিহত হন।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

45m ago