দেশে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে: হাইকোর্ট

দেশে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালে এক মামলায় ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
২১ আগস্ট, গ্রেনেড হামলা
ফাইল ছবি

দেশে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংক খাতে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালে এক মামলায় ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তার জামিন শুনানিকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। এরা দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশটা আগাবে কীভাবে!
 
আসামিদের উদ্দেশে আদালত বলেন, আপনাদের জেলে পাঠাতাম কিন্তু টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলো।

আদালত আসামিদের আগামী ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এদিন তারা ঋণ জালিয়াতি সংক্রান্ত মামলায় জামিন চেয়ে আবেদন করেছিলেন।

Comments

The Daily Star  | English

High Inflation, Power Crisis: PM asks ministries to find a way out

Prime Minister Sheikh Hasina yesterday asked the ministries concerned to come up with a roadmap to tackle inflation and power crisis, the biggest sources of people’s sufferings.

2h ago