স্ত্রীকে হত্যার পর সবজি বাগানে পুঁতে রাখেন স্বামী, গ্রেপ্তার ১

স্ত্রীকে হত্যার ১০ দিন পর পুলিশের কাছে স্বীকারোক্তি দেন স্বামী বেলায়েত হোসেন।
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুর শহরের হাড়িনাল মধ্যপাড়ায়  স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী বেলায়েত হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, স্ত্রীকে হত্যার পর মরদেহ পুঁতে রেখে সেখানে সবজির বাগান করেন আসামি বেলায়েত।

নিহতের নাম রেশমা আক্তার রিতু (৩২)। এই দম্পত্তির তিন ছেলে মেয়ে আছে।

মঙ্গলবার দুপুরে জয়দেবপুর সদর থানার ডিউটি অফিসার এস আই রুহুল মিয়া জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে হত্যা করে বেলায়েত। দশ দিন পর পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় আসামি। তারপর পুলিশ এসে সবজি খেত থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, তিন মাস আগে এই দম্পতি এখানে ভাড়া বাড়িতে আসে। ২৪ নভেম্বর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঘটনার পর ওই বাসায় দশ দিন নিয়মিত বসবাস করেন বেলায়েত। গতকাল সোমবার বেলায়েত তার মাকে ঘটনার কথা বললে তার মা ছেলেকে নিয়ে থানায় যায়। পুলিশ বেলায়েতের স্বীকারোক্তিতে গতকাল রাতেই মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

Comments