নিপুণের আপিলের শুনানি আগামীকাল

স্টার ফাইল ফটো

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণের আপিল আবেদনের শুনানির জন্য আগামীকাল তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান শুনানির জন্য আপিল আবেদন পেশ করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গতকাল সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ।

তার আইনজীবী মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আবেদনে নিপুণ হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে বলেছেন যে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো রিট আবেদন গ্রহণযোগ্য নয় কারণ এটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়।'

জায়েদ খানের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট তার প্রার্থিতা বাতিলের নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেন।

আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও আপিল বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নিপুণকে রুল জারি করেছে এবং রুল শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago