পদ্মা সেতুর সংরক্ষিত এলাকা থেকে ভারতীয় আটক

পদ্মাসেতুর সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে সন্দেহভাজন একজনকে আটক করে সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে তাকে আটকের পর মুন্সিগঞ্জের লৌহজং থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের ধারণা তিনি ভারতীয় নাগরিক।
বুধবার দুপুরে পুলিশ ওই ব্যক্তিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক বৃহস্পতিবার তার শুনানির দিন ধার্য করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আটক ব্যক্তির নাম উপেন্দ্র বিহারী। তার বয়স (৪৫) বছর।'
মাসুদুর রহমান বলেন, 'উপেন্দ্র বিহারী ভারতের ত্রিপুরা রাজ্যে থাকতেন বলে দাবি করেছেন। তার পরিচয় সঠিক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি পদ্মাসেতুর মাওয়া প্রান্তে কন্সট্রাকশন ইয়ার্ডে সেনাবাহিনীর চেকপোস্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তাকে আটক করে। পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব অ্যান্ট্রি অ্যাক্ট আইনে মামলা হয়েছে।'
তিনি আরও বলেন, 'হিন্দি ভাষায় কথা বলার কারণে ধারণা করা যাচ্ছে তিনি ভারতীয় নাগরিক। তবে, বিভিন্ন প্রশ্ন করা হলেও কোনো উত্তর দিতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।'
মুন্সিগঞ্জ আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার দুপুরে ওই ব্যক্তিকে আটকের পর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।'
Comments