পরীমনির জামিন শুনানি দুপুর ২টায়

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার জামিন শুনানি আজ মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দায়েরা জজের বিচারক কেএম এমরুল কায়েসের আদালতে এই শুনানি হবে।
নিজ বাসা থেকে মদ-মাদকসহ গত ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমনিকে আটক করে পরে গ্রেপ্তার দেখায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ২৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ফৌজদারি পুনর্বিবেচনার আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির পক্ষে আবেদনটি করেন আইনজীবী মুজিবুর রহমান।
Comments