পরীমনি আরও ১ দিনের রিমান্ডে

porimoni_19aug21.jpg
ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনির আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম মো. আতিকুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে সোমবার পরীমনি জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আজ আদালত পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মাদক মামলায় দুই দফা রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমনিকে আদালতের আদেশে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছিল। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা দায়ের করেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে ক্রিস্টাল মেথ, এলএসডি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীমনি চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে মাদক সংগ্রহ করতেন।

আরও পড়ুন

পরীমনিকে আদালতে নেওয়া হয়েছে, রিমান্ড ও জামিন শুনানির অপেক্ষা

Comments

The Daily Star  | English

Had no discussion on ‘humanitarian corridor’ with UN or any entity: Shafiqul

Regarding the reports of involvement of a major power, he said, these are 'pure and unadulterated' propaganda.

2h ago