পেগাসাস স্পাইওয়্যার বিষয়ে তদন্তে নিষ্ক্রিয়তায় প্রশ্ন তুলেছেন হাইকোর্ট

বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি পেগাসাস স্পাইওয়্যারের কার্যক্রম নিয়ে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির নিষ্ক্রিয়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। 
ছবি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি পেগাসাস স্পাইওয়্যারের কার্যক্রম নিয়ে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির নিষ্ক্রিয়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। 

বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রোববার এক রুল জারি করেন।

রুলে তা জানতে চাওয়া হয়েছে, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না।

এ বিষয়ে আবেদনকারী পক্ষের আইনজীবী মাহমুদ আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, তার ক্লায়েন্টরা আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসসহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের সক্রিয় ব্যবহারকারী।

রিট আবেদনে বলা হয়েছে, একটি ইসরায়েলি কোম্পানির তৈরি পেগাসাস সফটওয়্যারটি বাংলাদেশে আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে অবৈধ প্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে। 

আইনজীবী মাহমুদ আল মামুন বলেন, বাংলাদেশে পেগাসাস সফ্টওয়্যার ব্যবহার হওয়ায় আবেদনকারীরা সরাসরি সংক্ষুব্ধ, যা তাদের সংবিধানের ৩২, ৩৬, ৩৯ ও ৪৩ অনুচ্ছেদের অধীনে নিশ্চিত করা মৌলিক অধিকারের লঙ্ঘন।

আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিক।

Comments

The Daily Star  | English

Four of a family among five killed as private car, truck collide in Habiganj

The family members met the tragic accident while returning home after receiving someone at Dhaka airport

1h ago