বান্দরবানে মগ পার্টির ৪ সদস্য নিহত: পুলিশ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গুলিবিদ্ধ হয়ে 'মগ পার্টি'র ৪ সদস্য নিহত হয়েছেন। স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।
আজ রোববার সকালে এ ঘটনার খবর পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দ্য ডেইলি স্টারকে পুলিশ জানিয়েছে, নিহতরা 'মগ পার্টি'র সদস্য।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আশোক কুমার পাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ১১টার দিকে আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পাই, ঘেরাও মুখ এলাকায় গুলিবিদ্ধ ৪ জনের মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।'
ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো যাবে বলেও যোগ করেন তিনি।
Comments