ভাইয়ের বর্শার আঘাতে ভাই নিহত
বাগেরহাটের মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাড়িয়ালা গ্রামে নিজ বাড়ির সামনে কামাল হোসেনকে (৩৫) মাছ ধরার বর্শা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার চাচাতো ভাই।
নিহত কামাল হোসেন দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে এবং স্থানীয় একটি বিড়ি কারখানায় কাজ করতেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, 'কামাল হোসেন দুপুরে কারখানা থেকে বাড়িতে আসেন। এ সময় তার চাচাতো ভাই আজিজ মোল্লা ও আজিজ মোল্লার অন্য ভাইরা বর্শা নিয়ে তার ওপর হামলা চালান। এতে কামাল হোসেন গুরুতর আহত হন।'
তিনি আরও বলেন, 'কামালকে বাঁচাতে গিয়ে আহত হন স্থানীয় শফিক মোল্লা ও হাসান মোল্লা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'আহত শফিক মোল্লা ও হাসান মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।'
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে যোগ করেন ওসি।
Comments