ভাসানচরে ৩ রোহিঙ্গা ‘দালাল’ আটক

নোয়াখালীর ভাসানচরে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা 'দালালকে' আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ড সদস্যরা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৪৮নং ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৪৮ নং ক্লাস্টারের মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯), গুরা মিয়ার ছেলে রেদোয়ান (১৮) একই ক্লাস্টারের আবুল হোসেনের ছেলে নজুমুল হাসান (২১)।
ওসি মোঃ রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আটককৃত দালালদেরকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং গত ৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ৩ রোহিঙ্গা দালাল জড়িত ছিল বলে জানা যায়।
Comments