ভাসানচর থেকে পালানো ৫ রোহিঙ্গা নোয়াখালীতে আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলাউদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। পরে চরজব্বর থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন- নাছির উল্ল্যাহ (২০), রাজামিয়া (১৮), জন্নাত উল্ল্যাহ (২০), মনিরুজ্জামান (৩৫) এবং লোবেদা (২২)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, 'সোমবার ভোরের দিকে দালালের মাধ্যমে তারা ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানো হবে।

Comments