ভাসানচর থেকে পালানো ৯ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জ উপজেলায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গাকে কোম্পানীগঞ্জ উপজেলায় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আজ মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ৯ জন পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, গতকাল দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তা থেকে তাদের আটক করে স্থানীয় বাসিন্দারা। রাত ১০টার দিকে রোহিঙ্গাদের তারা পুলিশের হাতে তুলে দেয়।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দিদার হোসেন সৌরভ জানান, রাত পৌনে ৯টার দিকে বাংলাবাজার এলাকা থেকে কয়েকটি মোটরসাইকেলে ৯ জন রোহিঙ্গা চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথা এলাকায় আসে। তাদের হাতে-পায়ে কাদা মেখে ছিল। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা প্রশ্ন করে। এক পর্যায়ে তারা নিজেদের রোহিঙ্গা পরিচয় স্বীকার করে।

সাদেকুর রহমান আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments