মানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
International Crimes Tribunal
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. শাহিনুর ইসলাম, বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন—খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও মো. নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম পলাতক।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এমএইচ তামিম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান মুন্নী।

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

4h ago