মানহানির শাস্তি বিনা পয়সায় গান শেখানো
চট্টগ্রামে এক সংগীতশিল্পীর করা মানহানির মামলায় আরেক শিল্পীকে ৬ মাস বিনা পয়সায় গান শেখানোর শাস্তি দিয়েছেন আদালত।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম গত মঙ্গলবার এ আদেশ দেন।
মামলার বাদীর আইনজীবী কামরুল আজম আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ফাহমিদা রহমান চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে কর্মরত আছেন।
রায়ে আদালত বলেন, যিনি অভিযুক্ত তিনি একজন নারী ও গায়িকা। তাই তিনি ৬ মাসের কারাদণ্ডের পরিবর্তে ৬ মাস বিনা বেতনে মিউজিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের গান শেখাবেন।
এছাড়া আসামি বাংলাদেশ টেলিভিশনে বিনা সম্মানীতে দুটি গান গাইবেন অথবা গান দুটির জন্য যে টাকা পাবেন তা দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি বই কিনে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিকে দেবেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে একদল সংগীতশিল্পী দেখা করেন। মন্ত্রীর সঙ্গে দেখা করার পর সার্কিট হাউস চত্বরে রেডিও ও টেলিভিশনের আরেক সংগীতশিল্পী আলাউদ্দিন তাহেরকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন ফাহমিদা।
পরদিন বিভিন্ন গণমাধ্যমে ফাহমিদার বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
পরে ২৩ ফেব্রুয়ারি আলাউদ্দিন আদালতে একটি মামলা করেন। আদালত পরের বছর ২০ ফেব্রুয়ারি ফাহমিদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
Comments